ইলিশের অন্য রকম স্বাদ চাইলে বানিয়ে নিতে পারেন ইলিশের কোফতা। রইল প্রণালী।
উপকরণ:
ইলিশ মাছ: ৪ টুকরো
পেঁয়াজ কুচি: এক কাপ
টমেটো কুচি: এক কাপ
আদা বাটা: এক চা চামচ
হলুদগুঁড়া: এক চা চামচ
মরিচগুঁড়া: এক চা চামচ
বেসন: এক টেবিল চামচ
জিরাগুঁড়া: এক চা চামচ
লবন ও চিনি: স্বাদমতো
ধনেপাতা কুচি: সামান্য
প্রণালী :ইলিশ মাছের টুকরোগুলি ভাল করে ধুয়ে নিয়ে ব্লেন্ডারে বেটে নিন।
এ বার এই বাটা মাছ, লবন, হলুদ গুঁড়া, মরিচগুঁড়া, জিরা গুঁড়া ও বেসন দিয়ে মেখে একটি পাত্রে রাখুন।
মিশ্রণটিকে ছোট ছোট কোফতার আকারে গড়ে নিন।
এ বার কড়াইতে তেল গরম করে কোফতাগুলি ভেজে তুলে রাখুন।
সেই তেলেই পেঁয়াজ ও টমেটো কুচি দিয়ে ভেজে নিন। ভাজাভাজা হয়ে এলে হলুদগুঁড়া, মরিচগুঁড়া ও জিরাগুঁড়া দিয়ে ভাল করে কষে পানি দিয়ে দিন।
পানি শুকিয়ে গেলে ভেজে রাখা কোফতা দিয়ে দিন। ঝোল ঘন হয়ে এলে উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ইলিশ মাছের কোফতা।