ছবি সংগৃহীত
ইরানে ছোটখাটো একটি হামলা চালাতে পারে ইসরায়েল। সম্প্রতি ইসরায়েলে যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান, তার প্রতিশোধ নিতেই মূলত ইরানের ওপর ‘সীমিত এবং ছোট’ পরিসরে ওই পাল্টা হামলা চালাতে পারে বলে এক ইরানি সামরিক কমান্ডার জানিয়েছেন।
ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাবেক প্রধান মোহাম্মাদ আলী জাফারি মঙ্গলবার তেহরানে সাংবাদিকদের এ কথা বলেছেন। খবর আল-আরাবিয়ার।
আইআরজিসির সাবেক এই শীর্ষ কর্মকর্তা বলেন, ইসরায়েল তার মান রক্ষার জন্য খুবই ছোট আকারে এই হামলা চালাতে পারে ইরানে। তবে, হামলা ছোট হোক বা বড়- এর পরিনতি ভোগ করতে হবে ইহুদিবাদী দেশটিকে।
মোহাম্মাদ আলী জাফারি ২০০৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ইরানের আইআরজিসির প্রধান ছিলেন। তিনি বলেছেন, ইসরাইল যে কোনো ভাবেই হোক ইরানে একটা হামলা চালাতে মরিয়া হয়ে উঠেছে।
এ ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্টের গ্রিন সিগনালও পেয়েছে ইসরায়েল।এরপরই গত ১৫ অক্টোবর থেকে ইসরায়েলের বিমান ও নৌবাহিনী প্রস্তুতি নিতে থাকে ইরানে হামলার জন্য।
অন্যদিকে, ইরানের পাল্টা হামলা ঠেকানোর জন্য মার্কিন অত্যাধুনিক থাড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামোর সামনে।
জাফারি বলেছেন, ইরানের প্রতিক্রিয়া নির্ভর করবে শত্রুর হামলার তীব্রতার উপর। একটি বড় হামলা একটি বৃহত্তর প্রতিক্রিয়া সঙ্গে মোকাবেলা করা হবে। তবে আমি ইরানের জনগণকে আশ্বস্ত করছি যে, ইসরায়েল উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেবে না।
গত মাসে বৈরুতে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ এবং ইরানের কমান্ডার আব্বাস নীলফরউশানের হত্যার প্রতিশোধ নিতে ১ অক্টোবর ইরান ইসরায়েলে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
ইসরায়েল ওই হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, ইসরায়েলের পাল্টা হামলা হবে মারাত্মক, সুনির্দিষ্ট এবং অভূতপূর্ব।