রিমি কবিতা:
কখন যে জীবন থেকে তুমি হারিয়ে গেলে টেরই পাই নি,
হঠাৎ একদিন মনে হলো,
বুকের মাঝে জড়ো হওয়া সুখের নি:শ্বাসের
আশ্বস্ততাটুকু নেই।
অথচ আমি অবাক ভাবেই বেঁচে আছি
এই কঠিনকে আত্মস্থ করে;
গভীর এক শূন্যতা আশ্রয় নিয়েছে বুকে,
আর আমি তা বয়ে চলছি অনবরত।
শরীর থেকে মন, আর মন থেকে মননে
তোমার অস্তিত্ব নিখোঁজ হয়ে গেছে,
অস্পষ্ট ছায়াটুকুন মিলিয়ে গেছে অন্ধকার অন্তরালে।
অথচ এক সময় অন্ধ প্রেমের উষ্ণ অনুভবে ছুটে যেতাম তোমার অন্ধকার উপত্যকায়,
আজ বড্ড সেকেলে ভেবে নিজেকেই উপহাস্য মনে হয়।
তোমার হারিয়ে যাওয়ায় আফসোস নেই আমার,
আফসোস নিজের অন্ধত্বের জন্য ;
হৃদপিণ্ডটা খণ্ডবিখণ্ড হলে-ও
মস্তিষ্ক কিন্তু ঠিকই আছে,
অন্ধকার অলিন্দ থেকে আলোকিত পথের বাঁকে
ফিরে আসা নতুন অনুভবের পরম আশ্রয়ে!!