আরও ১৫টি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল অনুমোদন দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। অনলাইন নিউজ পোর্টাল ও দৈনিক অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে এ অনুমোদন দেওয়া হয়।
বৃহস্পতিবার (৩০ জুন) এসব পোর্টালকে নিবন্ধনের অনুমতি দিয়ে তালিকা প্রকাশ করেছে মন্ত্রণালয়। বিজ্ঞপ্তি প্রকাশের ২০ কার্যদিবসের মধ্যে সরকার নির্ধারিত ফি জমা দিয়ে এসব পোর্টালকে নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছে।
যে ১৫টির অনুমোদন পেল— দৈনিক সকালের সময়, দৈনিক অগ্রসর, দৈনিক মাতৃভূমির খবর, দৈনিক বর্তমান কথা, দৈনিক আমাদের বাংলা, দৈনিক কুমিল্লার কাগজ, সাপ্তাহিক অন্যধারা, দৈনিক করতোয়া, দৈনিক ফুলকি, দৈনিক জননেত্র, দৈনিক পল্লী বাংলা, দৈনিক আমাদের কক্সবাজার, দৈনিক ব্রাহ্মণবাড়িয়া, দৈনিক মাধুকর ও The New nation।
২০২০ সাল থেকে সরকার অনলাইন নিউজ পোর্টালের পাশাপাশি পত্রিকাগুলোর অনলাইন ভার্সনের নিবন্ধনের অনুমতি দেওয়া শুরু করে। ওই বছর তিন দফায় সব মিলিয়ে ১৭৭টি নিউজ পোর্টাল ও পত্রিকার অনলাইন সংস্করণকে নিবন্ধনের অনুমোদন দেওয়া হয়।
এরপর গত বছরের ৩০ সেপ্টেম্বর আরও ২৩টি নিউজ পোর্টাল ও ৬২টি পত্রিকার অনলাইন সংস্করণকে নিবন্ধনের অনুমতি দেয় সরকার।