সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের প্রথম পর্ব চলছে। শনিবার (১৯ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশ মঞ্চে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। প্রথম পর্বের সূচনা উদ্বোধন করেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সকালে সমাবেশমঞ্চে এসে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া। আমাদের জাতীয় সমাবেশ ইতোমধ্যে জনসমুদ্রে পরিণত হয়েছে। অনুকূল আবহাওয়ার জন্য আল্লাহর প্রতি অশেষ শুকরিয়া । আল্লাহর প্রতি অনেক অনেক রহমত।
এ সময় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা পৌঁছে দেন দলটির সেক্রেটারি। তিনি বলেন, ‘দেশের জাতীয় নেতারা আসতে শুরু করেছেন। দুপুর ২টায় তাদের বক্তব্য শুরু হবে।’
দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সমাবেশে অংশগ্রহণ করার জন্য সব নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।