আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে কোনো জুলুম ও মানুষে মানুষে বৈষম্য থাকবে না

ছবি সংগৃহীত

 

ডেস্ক রিপোর্ট : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা শুনতে পাচ্ছি যে, সংসদ দ্বিকক্ষবিশিষ্ট করার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে মূল কর্তৃত্ব থাকবে নিম্নকক্ষে, যা বর্তমান পদ্ধতিতে থাকবে, আর উচ্চকক্ষ হবে পিআর সিস্টেমে। যদি উচ্চকক্ষ পিআর সিস্টেমে হয়, তাহলে নিম্নকক্ষ কেন পিআর সিস্টেমে হতে পারবে না? একই দেশে দুই পদ্ধতির প্রয়োজন কী? পৃথিবীর ৬২টি দেশ পিআর সিস্টেমে নির্বাচন করে, এবং ইউরোপের ২৬টি দেশের মধ্যে ১৬টি পিআর সিস্টেমে নির্বাচন করে। এই সুফল যদি তারা যুগ যুগ ধরে পেয়ে থাকে, তাহলে আমরা কেন এই সুবিধা থেকে বঞ্চিত হব? যারা এটা মানবেন না, তাদের মনে রাখতে হবে, তারা হয়তো বিচার মানেন, কিন্তু তালগাছটা তাঁদের নয়।

 

আজ সকালে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠে জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি আরও বলেন, ‘নারী অধিকার সংস্কারের নামে সম্প্রতি একটি রিপোর্ট জমা হয়েছে। সেই রিপোর্টের বেশ কিছু জায়গায় কোরআন ও সুন্নাহর সম্পূর্ণ খেলাফ কিছু সুপারিশ জমা হয়েছে। কিন্তু যারা এই সুপারিশ পেশ করেছেন, তারা এ দেশের সাড়ে ৯ কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না। তারা যে জায়গায় সমাজকে নিতে চান, তা হতে দেওয়া যাবে না। প্রধান উপদেষ্টা দেশে ফিরলেই এটি বাতিলের জন্য আহ্বান জানানো হবে।

জামায়াতে ইসলামীর আমির আরও বলেন, ‘সম্প্রতি ইউরোপ সফরকালে, ইউরোপের বিভিন্ন দেশের কর্তৃপক্ষকে বলেছি, বাংলাদেশ থেকে দুর্নীতিবাজরা ২৮ লাখ কোটি টাকা পাচার করেছে। এই টাকা আমাদের জনগণের। পাচার হওয়া টাকা আমাদের ফেরত দিতে হবে। সেইসঙ্গে যেসব দুর্নীতিবাজরা আপনাদের দেশে আশ্রয় নিয়েছেন, তাদেরও বাংলাদেশের ফেরত পাঠাতে হবে।

 

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে কোনো শোষণ, জুলুম ও মানুষে মানুষে বৈষম্য থাকবে না। এমন একটি বাংলাদেশ চাই, যেখানে আমরা আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হব না। একই বাংলাদেশে সবার সমান অধিকার থাকবে।

 

প্রায় লাখ জনতার উপস্থিতিতে জামায়াতের আমির বলেন, ‘ইসলামের প্রশ্নে আমরা সবাই এক। কোনো বাধার মুখে আমরা থেমে যাবো না। আমরা একমাত্র আল্লাহর ওপর ভরসা করি। তাঁর শক্তিতে বিজয় আসবেই। এই বিজয়ের মাধ্যমে কোনো দলকে ক্ষমতায় বসানো আমাদের উদ্দেশ্য নয়।

 

জামায়াতে ইসলামীর আমির আরও বলেন, ‘আমরা সবার জন্য এক ধরনের বিচারব্যবস্থা চাই। বিচারব্যবস্থা যদি প্রভাবশালীদের জন্য একরকম হয়, আর সাধারণ মানুষের জন্য আরেক রকম, তাহলে তা আমরা চাই না।’

ডা. শফিকুর রহমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে বলেন, ‘রমজানে দ্রব্যমূল্য থাকলেও বাজার আবার ঊর্ধ্বমুখী হয়ে উঠছে। আমরা সরকারকে বলব, সেদিকে নজর দিন। সমাজের শৃঙ্খলা বিনষ্টের যারা কারণ, তাদেরকে পাকড়াও করুন। যারা সাড়ে ১৫ বছর এবং শেষ মুহূর্তে জুলাই-আগস্টে গণহত্যা চালিয়েছিল, তাদের কাউকেই আইনের বাইরে রাখবেন না।

 

মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দের সঞ্চালনায় কর্মী সম্মেলনে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী মিডিয়া ও প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দসহ অন্যান্য নেতারা।

 

সম্মেলনটি সকাল ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৮টা থেকে জেলা ও মহানগরের নেতাকর্মীরা মিছিলে মিছিলে সার্কিট হাউস মাঠে জড়ো হন। সম্মেলনে ময়মনসিংহ বিভাগের সব জেলা ও কিশোরগঞ্জ জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» বাংলাদেশি রোগীদের জন্য চিকিৎসা ভিসা সহজ করল চীন

» ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক

» সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জন গ্রেফতার

» মাদকাসক্ত ছেলের হাতে মা নিহত

» গণমাধ্যমগুলোর ১৫ বছরের কার্যকলাপ নিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং দরকার : তথ্য উপদেষ্টা

» প্রেস উইং ফ্যাক্টস পুলিশকে পদক দেওয়ার ছবি নিয়ে ভারতের অপপ্রচার, যা জানা গেল

» বিএনপি আমলে সাংবাদিকের ওপর নির্যাতন কম হতো : বিএনপি মহাসচিব

» আগামীকাল সকাল সাড়ে ১০টায় ঢাকায় পৌঁছাবেন খালেদা জিয়া

» গণমাধ্যমের ওপর সরকারি হস্তক্ষেপ অনেক কমে গেছে : নাহিদ ইসলাম

» বিশেষ অভিযানে আরও ১৪০৫ জন গ্রেপ্তার

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে কোনো জুলুম ও মানুষে মানুষে বৈষম্য থাকবে না

ছবি সংগৃহীত

 

ডেস্ক রিপোর্ট : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা শুনতে পাচ্ছি যে, সংসদ দ্বিকক্ষবিশিষ্ট করার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে মূল কর্তৃত্ব থাকবে নিম্নকক্ষে, যা বর্তমান পদ্ধতিতে থাকবে, আর উচ্চকক্ষ হবে পিআর সিস্টেমে। যদি উচ্চকক্ষ পিআর সিস্টেমে হয়, তাহলে নিম্নকক্ষ কেন পিআর সিস্টেমে হতে পারবে না? একই দেশে দুই পদ্ধতির প্রয়োজন কী? পৃথিবীর ৬২টি দেশ পিআর সিস্টেমে নির্বাচন করে, এবং ইউরোপের ২৬টি দেশের মধ্যে ১৬টি পিআর সিস্টেমে নির্বাচন করে। এই সুফল যদি তারা যুগ যুগ ধরে পেয়ে থাকে, তাহলে আমরা কেন এই সুবিধা থেকে বঞ্চিত হব? যারা এটা মানবেন না, তাদের মনে রাখতে হবে, তারা হয়তো বিচার মানেন, কিন্তু তালগাছটা তাঁদের নয়।

 

আজ সকালে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠে জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি আরও বলেন, ‘নারী অধিকার সংস্কারের নামে সম্প্রতি একটি রিপোর্ট জমা হয়েছে। সেই রিপোর্টের বেশ কিছু জায়গায় কোরআন ও সুন্নাহর সম্পূর্ণ খেলাফ কিছু সুপারিশ জমা হয়েছে। কিন্তু যারা এই সুপারিশ পেশ করেছেন, তারা এ দেশের সাড়ে ৯ কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না। তারা যে জায়গায় সমাজকে নিতে চান, তা হতে দেওয়া যাবে না। প্রধান উপদেষ্টা দেশে ফিরলেই এটি বাতিলের জন্য আহ্বান জানানো হবে।

জামায়াতে ইসলামীর আমির আরও বলেন, ‘সম্প্রতি ইউরোপ সফরকালে, ইউরোপের বিভিন্ন দেশের কর্তৃপক্ষকে বলেছি, বাংলাদেশ থেকে দুর্নীতিবাজরা ২৮ লাখ কোটি টাকা পাচার করেছে। এই টাকা আমাদের জনগণের। পাচার হওয়া টাকা আমাদের ফেরত দিতে হবে। সেইসঙ্গে যেসব দুর্নীতিবাজরা আপনাদের দেশে আশ্রয় নিয়েছেন, তাদেরও বাংলাদেশের ফেরত পাঠাতে হবে।

 

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে কোনো শোষণ, জুলুম ও মানুষে মানুষে বৈষম্য থাকবে না। এমন একটি বাংলাদেশ চাই, যেখানে আমরা আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হব না। একই বাংলাদেশে সবার সমান অধিকার থাকবে।

 

প্রায় লাখ জনতার উপস্থিতিতে জামায়াতের আমির বলেন, ‘ইসলামের প্রশ্নে আমরা সবাই এক। কোনো বাধার মুখে আমরা থেমে যাবো না। আমরা একমাত্র আল্লাহর ওপর ভরসা করি। তাঁর শক্তিতে বিজয় আসবেই। এই বিজয়ের মাধ্যমে কোনো দলকে ক্ষমতায় বসানো আমাদের উদ্দেশ্য নয়।

 

জামায়াতে ইসলামীর আমির আরও বলেন, ‘আমরা সবার জন্য এক ধরনের বিচারব্যবস্থা চাই। বিচারব্যবস্থা যদি প্রভাবশালীদের জন্য একরকম হয়, আর সাধারণ মানুষের জন্য আরেক রকম, তাহলে তা আমরা চাই না।’

ডা. শফিকুর রহমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে বলেন, ‘রমজানে দ্রব্যমূল্য থাকলেও বাজার আবার ঊর্ধ্বমুখী হয়ে উঠছে। আমরা সরকারকে বলব, সেদিকে নজর দিন। সমাজের শৃঙ্খলা বিনষ্টের যারা কারণ, তাদেরকে পাকড়াও করুন। যারা সাড়ে ১৫ বছর এবং শেষ মুহূর্তে জুলাই-আগস্টে গণহত্যা চালিয়েছিল, তাদের কাউকেই আইনের বাইরে রাখবেন না।

 

মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দের সঞ্চালনায় কর্মী সম্মেলনে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী মিডিয়া ও প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দসহ অন্যান্য নেতারা।

 

সম্মেলনটি সকাল ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৮টা থেকে জেলা ও মহানগরের নেতাকর্মীরা মিছিলে মিছিলে সার্কিট হাউস মাঠে জড়ো হন। সম্মেলনে ময়মনসিংহ বিভাগের সব জেলা ও কিশোরগঞ্জ জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com