ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : ম্যাচের আগে আর্জেন্টিনাকে বাজে ভাষায় গালি দিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। মূলত তাতেই ক্ষোভে ফুঁসছিলেন আর্জেন্টিনার ফুটবলাররা। মাঠের পারফরম্যান্সে রাফিনিয়ার সেই গালির জবাব দিয়েছেন হুলিয়ান আলভারেজ-রদ্রিগো ডি পলরা।
রাফিনিয়ার প্রতি যে আর্জেন্টাইন ফুটবলাররা ক্ষুব্ধ তা মাঠেও কয়েকবার বোঝা গেছে। এ দিন খেলার মাঝেই রাফিনহাকে উদ্দেশ্য করে নিকোলাস ওতামেন্ডি বলেছেন, তোমার কম কথা বলা উচিত।
ঘরের মাঠে ৯০ মিনিটের দ্বৈরথে ব্রাজিলকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়ার পর রাফিনিয়ার সেই মন্তব্য নিয়ে মুখ খুলেছেন আর্জেন্টিনার মাঝমাঠের কাণ্ডারি ডি পল।
ম্যাচ শেষে তিনি বলেন, আমরা কখনো এভাবে কোনো প্রতিপক্ষকে অসম্মান করিনি। অথচ গত কয়েক বছরে আমরা বারবার প্রতিপক্ষের দ্বারা অসম্মানিত হয়েছি। কেউ আমাদের পাশে দাঁড়ায়নি। আমরা সবকিছু জিতেছি এবং এখনো সেই ধারা বজায় রেখে ভালো খেলে যাচ্ছি। ছয় বছর ধরে আমরাই বিশ্বের সেরা জাতীয় দল। তারা যেন আমাদের সম্মান করে।
এদিকে রাফিনিয়ার উদ্দেশে প্যারাদেস বলেছেন, ম্যাচের আগে অবশ্যই আপনার অসম্মান করার অধিকার নেই। বিশেষ করে, যদি মাঠে খেলা দেখাতে না পারেন। রাফিনিয়া ওই বাজে মন্তব্য করার পর আমরা তা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেছিলাম। আমরা সব সময় আমাদের কথা মাঠেই বলি।