খালেদা রউফুন নাহার মহুয়া:
সাহিত্য কবিতা পড়ে পড়ে, বড় হতে চেয়েছিলাম।
স্বপ্ন দেখতাম বড় হয়ে
বেগম রোকেয়া এবং সুফিয়া কামালের মতোই হব।
স্বপ্ন দেখতাম নভেরার মতো প্রতিবাদি হয়ে
অভিমান করবো নিজের মতন করে।
আমি নারী তাই স্বপ্নটাই আমার নারীদের অধিকার নিয়ে।
বুকে আমার অনেক সাহস,
পথে চলার সময় তাই চোখের দৃষ্টি তাকে নিজেকে রক্ষার।
সাহসী নারী আমি ।
স্বাধীনতা দেয়না কেউ
আমাকে,নিজের মধ্যেই নিজের মতন করে
স্বাধীন হই আমি।
উৎসর্গ:সকল নারীদের। সূএ:ঢাকাটাইমস