ঢাকা, বুধবার, ২০ নভেম্বর ২০২৪: পর পর আট বছর দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ-এর ‘আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ডস’ অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। ধারাবাহিকভাবে এ মর্যাদাপূর্ণ পুরস্কার পাওয়ায় ব্র্যাক ব্যাংকের কর্পোরেট সুশাসন নতুন উচ্চতায় পৌঁছে গেল।
বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ক্যাটেগরিতে ব্র্যাক ব্যাংক-কে ২০২৩ সালের “আইসিএমএবি সেরা কর্পোরেট অ্যাওয়ার্ড” এর সর্বোচ্চ স্বীকৃতি ‘গোল্ড অ্যাওয়ার্ড’ প্রদান করেছে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশ (আইসিএমএবি)। গ্লোবাল অ্যালায়েন্স ফর ব্যাংকিং অন ভ্যালুজ (জিএবিভি) এর সদস্য হিসেবে ব্র্যাক ব্যাংক সুশাসন, মূল্যবোধ ও টেকসই ব্যাংকিংয়ে প্রাধান্য দেয়।
১৪ নভেম্বর ২০২৪ প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ব্র্যাক ব্যাংকের ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার মোহাম্মদ আব্দুল ওহাব মিয়া, এফসিএ; এর হাতে পুরস্কারটি তুলে দেন অর্থ ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা, শেখ বশিরউদ্দীন; জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, মোঃ আব্দুর রহমান খান এফসিএমএ; বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম উদ্দিন; এবং আইসিএমএবি প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ এফসিএমএ।
পুরস্কার অর্জনের বিষয়ে ব্র্যাক ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, সেলিম আর. এফ. হোসেন বলেন, “সুশাসন, নিয়মানুবর্তিতা, নৈতিকতা ও স্বচ্ছতা ব্র্যাক ব্যাংকের ব্যবসায়িক মডেলের মূল ভিত্তি। আইসিএমএবি’র এই ধারাবাহিক স্বীকৃতি ওই চার বিষয়ের প্রতি আমাদের দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন বহন করে।
তিনি আরও বলেন, “এই পুরস্কার আমাদের কর্পোরেট গভর্নেন্স আরও উন্নত করতে এবং আন্তর্জাতিক অ্যাকাউন্টিং ও সুশাসনের মানদণ্ড অর্জনে অনুপ্রাণিত করবে। এছাড়াও এই অর্জন আমাদেরকে দেশের ‘সেরা ব্যাংক’ হয়ে ওঠার যাত্রায় এগিয়ে নেবে আরো এক ধাপ। আমরা আমাদের সম্মানিত গ্রাহক ও স্টেকহোল্ডারদের প্রতি কৃতজ্ঞ, যাদের আস্থা ও সমর্থন আমাদের এই অর্জনে সহায়ক হয়েছে।”