বাংলাদেশ থেকে অর্থপাচারের অভিযোগে পি কে হালদারের ভাই প্রানেশ কুমার হালদারের জামিন নামঞ্জুর করেছেন কলকাতার একটি আদালত। আবেদনের ওপর শুনানির জন্য নতুন তারিখ ধার্য করেছেন বিচারক।
আগামী ১৬ ফেব্রুয়ারি দুপুরে কলকাতার নগর ও দায়রা আদালতের স্পেশাল কোর্টের এজলাসে ঐ মামলার শুনানি হবে বলে জানা গেছে। শনিবার দুপক্ষের শুনানি চলে। তবে বিচারক এই শুনানির জন্য নতুন তারিখ ধার্য করেন।
এর আগে, বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা অর্থ পাচারে অভিযুক্ত ভারতীয় আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর হাতে গ্রেফতার পি কে হালদারসহ ছয়জনকে গত ১৩ জানুয়ারি কলকাতার একটি আদালতে তোলা হয়। পরে ৪ ফেব্রুয়ারি তাদের আবার আদালতে তোলার নির্দেশ দেন কলকাতার নগর ও দায়রা আদালতের বিচারক।
কলকাতার নগর ও দায়রা আদালতের সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, ১৩ জানুয়ারি ছজনের মধ্যে দুজনের জামিনের শুনানি হওয়ার কথা ছিল। তারা হলেন— নাসরিন সুলতানা শর্মি ও প্রানেশ কুমার হালদার। তবে আদালত জামিনের শুনানি নাকচ করে তাদের ৪ ফেব্রুয়ারি আবার আদালতে তোলার নির্দেশ দেন।
গেল বছরের ৮ ডিসেম্বর পি কে হালদারসহ অন্যদের একই আদালতে তোলা হয়েছিল। ঐদিন বিচারক তাদের ১৩ জানুয়ারি আবার আদালতে হাজির করার নির্দেশ দিয়েছিলেন।
গত বছরের ১৪ মে কলকাতার অদূরে উত্তর চব্বিশপরগনা জেলা থেকে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পি কে হালদারসহ ছজনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে ১৫ জুলাই কলকাতার নগর ও দায়রা আদালতে চার্জশিট দায়ের করা হয়।