মাহজেরিন নদীয়া বিন্দু;
আগষ্টের ঐ ১৫ তারিখ
অমর অবিনাশ,
জাতির পিতার পরিবারের হলো
চরম সর্বনাশ।
আগষ্ট মানেই পুরনো স্মৃতি
আগষ্ট আমারে কাঁদায়,
বুকের পাঁজর ভাঙ্গে
মুজিব হারানোর ব্যথায়।
আগস্ট মানেই জাতীর পিতার
কাফনে মোড়ানো লাশ,
আগষ্ট মানেই দূর্গম রাত্রি
ভয়ঙ্কর ইতিহাস।
আগষ্ট মানেই রক্তা- রক্তি
দুনিয়া ছাড়া-ছাড়ি,
আগষ্ট মানেই ধানমন্ডির ঐ
৩২ নম্বর বাড়ি।
আগষ্টের ঐ কালোরাত্রি
ভুলবে নারে কেহ,
যে রাতে রক্তাক্ত হয়েছিল
শেখ রাসেলের দেহ।
ধুলোয় খেল গড়াগড়ি
সোনার মতো মুখ,
আর কোনোদিন ফিরবে না সে
খুলবে না দু-চোখ।
নিথর হয়ে রইলো পড়ে
ফজিলাতুন্নেছার দেহ,
ঘাতকের হাতে প্রান হলো শেষ
রইলো না আর কেহ।
ভেবেছিলো দেখবে সবাই
নতুন সূর্যদয়,
হয়নি দেখা মরলো সবে
ঘাতকের হলো জয়।
থমকে গেলো পুরো শহর
আকাশ আর বাতাস,
পৃথিবীর বুকে তৈরি হলো
নতুন ইতিহাস।
মাহজেরিন নদীয়া বিন্দু
১০ম শ্রেণী
পলাশ থানা মডেল স্কুল
Facebook Comments Box