ফাইল ছবি
অনলাইন ডেস্ক : কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ ঘুমধুম বিওপির বিশেষ টহল দল অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ চারজন মাদক চোরা কারবারিকে আটক করে। গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৩১/২-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘুমধুম পূর্বপাড়া এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, নাইক্ষ্যংছড়ির দক্ষিণ ঘুমধুম কোলালপাড়ার মৃত হাজী আলীসানের পুত্র মো. ফয়সার (২৫), নাইক্ষ্যংছড়ি ঘুমধুম মধ্যপাড়ার আব্দুল হকের পুত্র মো. রেহাদ উদ্দিন (২১), উখিয়া বালুখালীর মৃত মাহবুব আলীর পুত্র মো. জসিম উদ্দিন (২৮) ও রোহিঙ্গা ক্যাম্প ৭ এর মো. হোসেন এর পুত্র জন্নাত (২৩)।
৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ আল মাশরুকী পিএসসি জানান, সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত গোয়েন্দা কার্যক্রম চলছে। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে থানায় হস্তান্তর করা হবে।