ডন মিগুয়েল রুইজ’র দ্য ফোর এগ্রিমেন্টস বইয়ের অংশবিশেষ
অনুবাদ: মোহাম্মদ আসাদুল্লাহ (ছবিঘর আসাদ):
“একটা ভুলের জন্যে আমরা কতবার প্রায়শ্চিত্ত করে থাকি? উত্তর হলো হাজার বার। পৃথিবীতে একমাত্র মানুষই কৃত এক ভুলের জন্যে বার বার মূল্য দিয়ে থাকে। অন্য সকল প্রাণীই প্রতিটি ভুলের জন্যে মাত্র একবার করে মূল্য দিয়ে থাকে। কিন্তু আমরা নই। কারণ, আমাদের স্মৃতিশক্তি খুবই শক্তিশালী। ভুল করার পর আমরা নিজেদের বিচার করি, দোষী সাব্যস্ত করি এবং শাস্তি দেই। একটা পরিপূর্ণ বিচারে এটুকুই যথেষ্ট হবার কথা; আর কোনো শাস্তি হবার কথা নয়। কিন্তু প্রতিবারই আমরা সেই ভুলের কথা মনে করি। আবার নিজেদেরকে বিচার করি। আবার আমরা দোষী হই। আবার নিজেদেরকে শাস্তি দেই। এটা চলতে থাকে বার বার, পুনর্বার। কারণ, আমাদের স্বামী, স্ত্রী বা পরিচিত জনেরা আমাদেরকে পুরাতন ভুলের কথা মনে করিয়ে দেয়, যাতে আমরা আবার নিজেদেরকে বিচার করতে পারি, শাস্তি দিতে পারি এবং আবার দোষী হিসেবে নিজেদেরকে খুঁজে পেতে পারি। এটা কি সঠিক?”