বরিশালে ৮ কেজি গাঁজাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার রাত সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল কর্তৃপক্ষ।
গ্রেফতাররা হলেন— চট্রগ্রাম নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ভাড়াটিয়া বাসিন্দা মো. নাজমুল আলম প্রকাশ রাজু (২৯) ও তার স্ত্রী মোসাম্মৎ হালিমা বেগম (২৫)।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টায় বরিশাল নগরীর ৯ নম্বর ওয়ার্ড একতলা লঞ্চ ঘাটের টিকিট কাউন্টারের সামনে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় চট্রগ্রাম নগরীর ২৯ নম্বর ওয়ার্ড কদমতলী বাসস্ট্যান্ড এলাকার মনা হাজ্বীর ভাড়াটিয়া মৃত মো. রুবেলের ছেলে মো. নাজমুল আলম প্রকাশ রাজু (২৯) ও তার স্ত্রী মো. মোজাম্মেল হকের মেয়ে মোসাম্মৎ হালিমা বেগমকে এক ব্যাগের মধ্যে থেকে ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। এ সময় তাদের অপর এক সহযোগী মো. শামীম (৩৫) পালিয়ে যায়।
ওসি আর জানান, এরা দীর্ঘদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছে। এরই সুবাদে তারা দেশের বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। সবশেষ তারা চট্রগ্রামের ২৯ নম্বর ওয়ার্ডের কদমতলী বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন। মূলত তাদের প্রত্যেকের গ্ৰামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানার দেবপুর গ্ৰামে।
পরে গ্রেফতারদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে কোতোয়ালি মডেল থানার হস্তান্তর করা হয়েছে।পরবর্তীতে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।