মহিপুরে ৭ কেজি গাঁজাসহ শানু গাজী (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে লতাচাপলী ইউপির আলিপুর থ্রি-পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে মাদক বিক্রির নগদ ৩১ হাজার ৯শ’ টাকাও উদ্ধার করা হয়।
আটক শানু গাজী ওই ইউপির আলিপুর গ্রামের ইউসুফ গাজীর ছেলে।
মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শানুর নিজ বাড়ির রান্নাঘরের মাটি খুঁড়ে ড্রামভর্তি ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এছাড়া মাদক বিক্রির কিছু নগদ অর্থ পাওয়া গেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে। এছাড়া তাকে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়।