জাকিয়া সুলতানা:
রঙিন সুন্দর পলাশগুলো
ফাগুন মাসে ফোটে,
৮-ই ফাগুন ফুলের তোড়া
শহীদ মিনারে ওঠে।
রক্তে ভেজা নিথর দেহে
ভরেছিল রাজপথ,
প্রেরণা ছিল বঙ্গবন্ধুর
রেখেছেন তাঁর মত।
রাষ্ট্রভাষার একুশ দফায়
স্বাক্ষরদাতা যিনি,
সংগ্রাম ছিল মাতৃভাষার
ভাষাপ্রেমী তিনি।
বাঙলা ভাষার মর্যাদাতে
নেই তুলনা তাঁর,
অকাতরে বিলিয়েছে প্রাণ
ছালাম, রফিক, জব্বার।
বিশ^বাসী জানে এখন
স্বীকৃতি পায় ভাষা,
গর্বিত আজ বাঙালী জাতির
ধনি-গরীব, চাষা।
যতদিন দেহে রইবে প্রাণ
ভুলবোনা কোন দিন,
পুষ্পে পুষ্পে শহীদ মিনার
ভরবে চিরদিন।