অবশেষে নিজের চিরচেনা রূপে ফিরলেন টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ৪ বলে ৩ উইকেট নিয়ে নিজের অতিতের শক্তির ঝলক দিলেন তিনি। ম্যাচটিতে মোট ৪ উইকেট শিকার করেন ম্যাশ।
বুধবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে খেলতে নেমে বল হাতে আলো ছড়িয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জের এই অধিনায়ক।
টস জিতে প্রথমে বোলিং এ যায় লিজেন্ডস অব রূপগঞ্জ। হাসানুজ্জামানের উইকেট তুলে নিয়ে শুরুটা করেন মাশরাফি বিন মর্তুজা। ৪৮তম ওভারে শিকার করেন ইফতেখারকে। এরপরের বলেই টুটুলকে আউট করে ৩ উইকেট পূর্ণ করেন মাশরাফি। ওভারের শেষ বলে নুর আলমের উইকেট তুলে নেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।