গাজীপুর সদর থানার পোড়াবাড়ী এলাকা থেকে ৪২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এ সময় গাঁজা বহনের কাজে ব্যবহৃত একটি নোহা গাড়ী, চারটি মোবাইল ফোন ও নগদ ১৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
আজ (২১ দুপুরে পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার এ এস এম মাঈদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আটকরা হলেন, হবিগঞ্জ জেলার হেলারকান্দি গ্রামের মঙ্গল চন্দ্ৰ দাশের ছেলে পলাশ দাশ(২০), ময়মনসিংহের মেহেরাবাড়ি গ্রামের মাইন উদ্দিনের ছেলে আমির হামযা (৩২) ও টাঙ্গাইলের বাদেমাকুল্যা গ্রামের বাদল মিয়ার ছেলে নুর মোহাম্মদ (২৮)।
র্যাব কর্মকর্তা মাঈদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে , হবিগঞ্জ থেকে নেভী ব্লু রংয়ের নোহা গাড়ী (যাহার নম্বর ঢাকা-মেট্রো-চ-১১-৬৭৫৮) করে গাঁজার বড় একটা চালান গাজীপুরে আসছে। এই তথ্যের ভিত্তিতে শুক্রবার দিনগত রাত পৌনে ৫টার দিকে উত্তর সালনা পূর্বপাড়া পোড়াবাড়ী কাটার পূর্বপাশে ভাই ভাই অটোমোবাইলস দোকান এর সামনে অভিযান চালানো হয়। সেখান থেকে ৪২ কেজি গাঁজা, গাঁজা বহনের কাজে ব্যবহৃত নোহা গাড়ীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
তিনি আরও বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে পরষ্পর যোগসাজশে হবিগঞ্জ থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় পাইকারী ও খুচরা মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছে বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।