দিনাজপুরের ফুলবাড়ীতে প্রায় ২০ বছর পলাতক থাকা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রকার থানা পুলিশ অভিযান চালিয়ে আসামি মো. আনোয়ার হোসেন (৫৫) কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সে ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর ফকিরপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে পুলিশদল ঢাকার ভাটরা এলাকা থেকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করছে। আনোয়ার হোসেন সাজা এড়াতে প্রায় ২০ বছর ধরে আত্মগোপন করে ছিলেন।