সাভারে ১ কেজি গাঁজাসহ মো. ইমন বেপারী (২৯) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সাভারের রেডিও কলোনি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আজ (২২ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।
গ্রেফতার ইমন বেপারী ভোলা জেলার সদর উপজেলার ইলিশা গ্রামের হাশেম বেপারীর ছেলে। বর্তমানে তিনি আশুলিয়া থানাধীন গেরুয়া এলাকার স্থানীয় রহমান হাজীর বাসায় ভাড়া থাকত।
ওসি মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাভার পৌরসভার রেডিও কলোনি এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে ইমন বেপারীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।