১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) শিক্ষার্থীদের এই টিকাদান কার্যক্রম চলছে।
রাজধানীর ধানমন্ডি দক্ষিণের ৩৫টি স্কুলের শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলে।
বৃহস্পতিবার সকাল ৭টা থেকে অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে উপস্থিত হতে থাকেন ধানমন্ডি ২৮ নম্বরের কার্ডিফ স্কুলে। যদিও টিকা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে, ৩টার পরে কেউ এলে তাকেও টিকা দেওয়া হবে।
কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ আয়েশা এস চৌধুরী জানিয়েছেন, খুব সুশৃঙ্খলভাবে টিকা দেওয়া হচ্ছে। সকাল থেকেই অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে আসছেন। সব শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে।
অধ্যক্ষ বলেন, আজ দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। আমাদের এখানে সাড়ে ৩ হাজার ডোজ টিকা দেওয়া হবে। এর সবই ফাইজারের টিকা।
তিনি আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সবার সহযোগিতায় এ টিকাদান কার্যক্রম চলছে। সুষ্ঠুভাবে শিক্ষার্থীদের টিকা দেওয়ার জন্য এখানে ৩৬ জন স্বেচ্ছাসেবক এবং স্কুলের ১৫ জন শিক্ষক সকাল থেকে কাজ করছেন।