আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডে জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ দল। এবার আফগানদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচে আগামীকাল(সোমবার) আবারও মাঠে নামছে তামিম ইকবালরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায়। গাজী টিভি এবং টি-স্পোর্টস চ্যানেলে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে সপ্তম উইকেট জুটিতে আফিফ হোসেন এবং মেহেদি হাসান মিরাজের রেকর্ডগড়া জুটিতে দারুণ এক জয় পায় স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে অবশ্য অনায়াসে জয় এসেছে। লিটন দাস এবং মুশফিকুর রহিমের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে ৮৮ রানের জয় পায় স্বাগতিকরা।
টানা দুই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত হয় তামিম ইকবাল খানদের। সিরিজ জয়ের সঙ্গে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষেও উঠে এসেছে টাইগাররা। সিরিজ শুরুর আগে ৮০ পয়েন্ট নিয়ে সুপার লিগের পয়েন্ট টেবিলের দুই নম্বরে ছিল বাংলাদেশ। ৯৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল ইংল্যান্ড। এখন বাংলাদেশের পয়েন্ট ১০০।
সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে আফগানদের হারালে হোয়াইটওয়াশের পাশাপাশি পাকিস্তানকে টপকে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ছয় নম্বরে উঠে আসবে বাংলাদেশ। আর এই একটি জয় প্রথমবারের মতো আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করতে সহায়তা করবে। এর আগে ২০১৬ সালে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল এই দুদল। ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ। তাই এ ম্যাচ থেকে অনেক কিছু অর্জনের সুযোগ আছে টাইগারদের।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত মোট ১০টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। এর মধ্যে সাতটিতে জয় পায় বাংলাদেশ। আফগানরা জয় পায় তিনটিতে। জয়-হারের চিত্র বলে দেয় ওয়ানডে ক্রিকেটে কতটা শক্তিশালী দল বাংলাদেশ।
এমন কথা আগেই বলেছিলেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। আফগানিস্তান অবশ্য টি-টোয়েন্টি ফরম্যাটের শীর্ষে রয়েছে। কারণ বাংলাদেশের বিপক্ষে ছয় ম্যাচের চারটিতে জিতেছে এবং দু’টিতে হেরেছে আফগানরা।
উল্লেখ্য, চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর ঢাকায় চলে আসবে দুদল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের মুখোমুখি হবে বাংলাদেশ এবং আফগানিস্তান। সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২ মার্চ। আর আফগানিস্তানের এই সফরের শেষ ম্যাচটি অণুষ্ঠিত হবে ৫ মার্চ।