রাজশাহীর বাগমারায় মাদক বিরোধী অভিযানে প্রায় কোটি টাকার হেরোইনসহ জাকিরুল ইসলাম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। বুধবার বিকালে উপজেলার হাসনাবাদ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জাকিরুল ইসলামের বাড়ি মোহনপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামে।
বৃহস্পতিবার সকালে র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্ণেল রিয়াজ শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল বাগমারা উপজেলার হাসনাবাদ গ্রামে অভিযান চালায়। এ সময় জনৈক জেহের আলী বাড়ির সামনে থেকে জাকিরুলকে একটি প্লাষ্টিকের বাজার করা ব্যাগসহ আটক করা হয়।
পরে তার দেহ ও ব্যাগ তল্লাশি করে ৯৯০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত হেরোইনসহ জাকিরুলকে র্যাব-৫ এর সদর দপ্তরে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে হেরোইনের কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
হেরোইন উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে বাগমারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পর সকালে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশে সোর্পদ করা হয়েছে বলেও জানান র্যাবের এই শীর্ষ কর্মকর্তা।