নেদারল্যান্ডস জাতীয় ক্রিকেট দলের কোচ ও অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার রায়ান ক্যাম্পবেল হৃদরোগে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি এখনও কোমায় আছেন।
সাপ্তাহিক ছুটির দিনে সন্তানদের সঙ্গে খেলার মাঠে সময় কাটাচ্ছিলেন ক্যাম্পবেল। হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি। লন্ডনের একটি হাসপাতালের আইসিইউতে আছেন তিনি। অস্ট্রেলিয়ান সাংবাদিক ও ক্যাম্পবেলের ঘনিষ্ঠ বন্ধু গ্যারেথ পার্কার এই খবর প্রথম জানান।
নেদারল্যান্ডসের নিউজিল্যান্ড সফরের পর থেকে ইউরোপ ভ্রমণ করছেন ক্যাম্পবেল। পার্কারসহ বন্ধুদের বাড়ি গিয়েছিলেন। এক সপ্তাহ আগে পার্থে নিজ বাসায় ছিলেন তিনি।
২০০২ সালে নিয়মিত উইকেটকিপার ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট পিতৃত্বকালীন ছুটিতে থাকলে অস্ট্রেলিয়ার জার্সিতে দুটি ওয়ানডে খেলেন ক্যাম্পবেল।
২০১৭ সাল থেকে ডাচ জাতীয় দলের কোচ তিনি।