ব্যবসায়িক মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে চীনের হুয়াওয়ে। ২০২১ সালে এসে প্রতিষ্ঠানটির স্মার্টফোনের উৎপাদন অর্ধেকে এসে নেমেছে। টেলিকমিউনিশেন জায়ান্ট তার সরবরাহকারীদের জানিয়েছে এ বছর তারা স্মার্টফোনের উৎপাদন কমিয়ে দিয়েছে। যা ২০২০ সালের তুলনায় অর্ধেক।
২০২১ সালে স্মার্টফোন উৎপাদনের জন্য খরচকরবে ৭০-৮০ মিলিয়ন ডলার। যা ২০২০ সালের তুলনায় ৬০% কম। গেলো বছর হুয়াওয়ে ১৮৯ মিলিয়ন ইউনিট হ্যান্ডসেট উৎপাদন করেছিল। অন্যদিকে ২০১৯ সালে প্রতিষ্ঠানটির হ্যান্ডসেট উৎপাদনের পরিমান ছিল ২৪০ মিলিয়ন ইউনিট। এতে বোঝাই যাচ্ছে বছর বছর হুয়াওয়ের উৎপাদন কমছেই।
এদিকে বিসিসির এক প্রতিবেদন বলছে, স্মার্টফোন বিক্রিতে ধস নামায় শূকরের খামারের আধুনিকায়নে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আসছে হুয়াওয়ে। শূকরের খামারের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নিয়ে কাজ করছে চীনা প্রতিষ্ঠানটি। এআই প্রযুক্তি একই সঙ্গে শূকরের রোগ এবং রোগাক্রান্ত শূকরকে চিহ্নিত করবে।
যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্যযুদ্ধের কারণে বড় ধরনের হুমকির মুখে পড়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতাপ্রতিষ্ঠান চীনের হুয়াওয়ে।