ফাইল ফটো
পৃথক অভিযানে আলোচিত একটি হত্যাকাণ্ডের মামলায় পলাতক থাকা তিন আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ সকালে র্যাব-৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মো. আরিফুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার রাতে গাজীপুরের গাছা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মিন্টু মিয়া (৩৫), মোর্শেদা বেগম (৩০) ও আবুল কালাম আজাদ (৫৩)।
সিনিয়র সহকারী পরিচালক মো. আরিফুর রহমান জানান, পৃথক অভিযানে বহুল আলোচিত একটি হত্যা মামলার দীর্ঘদিন থেকে পলাতক থাকা তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।