সোফা পরিষ্কার করার সহজ উপায়

আমাদের নিয়মিত ব্যবহার্য জিনিসপত্রের মধ্যে সোফা অন্যতম। সোফা ঘরের শোভা বৃদ্ধি করে। তাছাড়া মেহমান এলেও প্রথমে সোফাতেই বসেন। যার ফলে সোফা খুব জলদিই নোংরা হয়ে যায়।। ফলে সোফা দেখতে খুবই বিচ্ছিরি দেখায়।  

 

নোংরা সোফা ব্যবহার করতে কারোই ভালো লাগে না। তাহলে উপায়? চিন্তার কিছু নেই। ঘরে বসে আপনি নিজেই সোফা পরিষ্কার করতে পারেন। শুধু দরকার সময়ের। চলুন জেনে নেয়া যাক এক্সপার্ট ছাড়া নিজেই কীভাবে সোফা পরিষ্কার করবেন-

ভ্যাকুয়াম ক্লিনিং

ঘরে যদি থাকে ভ্যাকুয়াম ক্লিনার তাহলে সোফা পরিষ্কার করা নিয়ে আর চিন্তা কিসের! দ্রুততম সময়ে ও সহজে সোফা পরিষ্কার করতে চাইলে ভ্যাকুয়াম ক্লিনিংয়ের বিকল্প নেই। সোফার উপরের কাপড় ও অন্যান্য টুকটাক জিনিসপত্র সরিয়ে ফেলে ভ্যাকুয়াম ক্লিনিং শুরু করে দিন। যদি সোফায় কোনো কিছুর দাগ পরে থাকে তাহলে ক্লিনিং শুরু করার আধা ঘন্টা আগে সোফায় বেকিং সোডা ছিটিয়ে রাখুন। এর আধা ঘন্টা পর ভ্যাকুয়াম ক্লিনিং করতে শুরু করুন। যেসব কুশনের কভার খুলে পরিষ্কার করা যায় না, সেগুলোও আপনি পরিষ্কার করে ফেলতে পারবেন ভ্যাকুয়াম ক্লিনিংয়ের মাধ্যমে। সেই সাথে যেসব ময়লা সাধারণত দেখা যায় না, সেসবও পরিষ্কার হয়ে যাবে।

ভ্যাকুয়াম ক্লিনার না থাকলে

প্রথমেই পরিষ্কার একটি কাপড় দিয়ে সোফার আলগা ময়লা ঝেড়ে ফেলুন এবং শুকনো কাপড় দিয়ে মুছে নিন। এরপর সোফার গায়ে লেগে থাকা শক্ত ময়লা, চুল, সুতো ইত্যাদি ব্রাশ দিয়ে ঘষে ঘষে তুলে ফেলুন। এখন একটি বালতি অথবা গামলায় পানি নিয়ে তাতে পর্যাপ্ত পরিমানে ডিশ ওয়াশিং লিকুইড এবং একটি লেবুর রস মিশিয়ে নিন। এবার এতে একটি পরিষ্কার নরম কাপড় ভিজিয়ে সেই কাপড় দিয়ে পুরো সোফা মুছে নিন। এবারে সোফা সেটটি শুকাতে দিন। ব্যাস।

ভিনেগার দিয়ে ময়লা ভ্যানিশ

ভিনেগার ও পানি মিশিয়ে নিন। এই মিশ্রণে কাপড় ভিজিয়ে সোফা সেট মুছে নিন। ক্লিনিং এজেন্ট হিসেবে ভিনেগারের জুড়ি নেই। এটি যে কোনো ধরনের দাগ দূর করতেও কাজ করে। ঘরে বসেই সোফা পরিষ্কার করতে চাইলে সমপরিমান ভিনেগার ও পানি মিশিয়ে নিন। এই মিশ্রণে কাপড় ভিজিয়ে সোফা সেট মুছে নিন। এরপর শুকোতে দিন। এতে সোফা পরিষ্কার হচ্ছে না মনে হলে ভিনেগার ও পানির মিশ্রণটির সাথে বেকিং সোডা মিশিয়ে নিন। মিশ্রণ দিয়ে সোফা মুছে ফেলার পর স্বাভাবিক পানিতে কাপড় ভিজিয়ে সোফাটি আবার মুছে নিন। একদম পরিষ্কার হয়ে গেলো আপনার সোফা সেটটি।

ডিটারজেন্টের কামাল

যেসব সোফার কুশন আলাদা করা যায় সেসবের কুশন অবশ্যই ডিটারজেন্ট দিয়ে নিয়মিত পরিষ্কার করুন। ঘরে আর কোনো ক্লিনিং এজেন্ট না থাকলে সোফা ক্লিন করতে আপনি ডিটারজেন্ট ব্যবহার করতে পারেন। হালকা গরম পানিতে ডিটারজেন্ট মিশিয়ে নিন। এবার ছোট তোয়ালে এই পানিতে ভিজিয়ে সোফা মুছে নিন। এরপর স্বাভাবিক পানি দিয়ে মুছে ফেলুন। ঝকঝকে হয়ে উঠবে আপনার সোফা।

টুথপেস্টের পারফেক্ট ক্লিনিং

সোফায় অনেক সময়ই দাগ লেগে যায়। চা বা কফির দাগ, কলমের কালি, তরকারির দাগ কিংবা ময়লার দাগও অনেক সময় বেশ স্থায়ী হয়ে বসে যায়। এসবের মধ্যে কিছু দাগ উঠে যায়, আবার কিছু দাগ উঠতে চায় না সহজে। এসব দাগ পরিষ্কার করার জন্য সহজ উপায় হচ্ছে টুথপেস্ট। দাগের উপরের অংশটা গরম পানিতে ভেজানো তোয়ালে দিয়ে মুছে তাতে খানিকটা টুথপেস্ট লাগিয়ে ব্রাশ দিয়ে আলতো করে ঘষতে থাকুন। দেখবেন দাগের কোনো চিহ্নও থাকবে না সোফার কোনো জায়গায়।

সোফা পরিষ্কার রাখার আরো কিছু টিপস

>> সপ্তাহে অন্তত একদিন সোফা সেট ঝেড়ে ফেলুন, শুকনো কাপড় দিয়ে মুছে নিন। এতে ধুলোবালি জমবে কম।

>> মাসে অন্তত তিন থেকে পাঁচবার ভেজা কাপড় দিয়ে পুরো সোফা সেটটি মুছে নিন এবং কুশন পরিষ্কার করুন।

>> চুল, সুতা বা এই জাতীয় ময়লা ব্রাশ বা রোলার দিয়ে পরিষ্কার করুন।

>> সোফা শুকাতে হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না, ফ্যানের বাতাসে শুকাতে দিন।

>> কভার খুলে কুশনগুলো রোদে দিন। কভার খোলা না গেলে কভারসহই রোদে দিন।

>> সোফায় কোনো কিছুর দাগ লাগলে সঙ্গে সঙ্গেই পরিষ্কার করে ফেলার চেষ্টা করুন। যত দেরি করবেন তত দাগ বসে যাবার সম্ভাবনা বেড়ে যাবে। সূএ:ডেইলি বাংলাদেশ

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ডিমের দাম আরও বেড়েছে, আগের মতোই মাছ-মাংস-সবজি

» সালমানের সঙ্গী হচ্ছেন কাজল!

» বৃষ্টিতে ইতিহাসের পাতায় নিউজিল্যান্ড-আফগানিস্তান টেস্ট

» গুমের শিকার রিপনের পরিবারের পাশে কানাডা প্রবাসী হুমায়ুন

» আশুলিয়ায় হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় সেই আরাফাত গ্রেফতার

» যাত্রাবাড়ীতে ছাত্র-জনতার ওপর অস্ত্র হাতে হামলাকারী লিটন গ্রেফতার

» গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত

» আন্দোলনে গুলি করা আওয়ামী লীগ নেতা অস্ত্রসহ আটক

» বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

» ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দ্দার গ্রেফতার

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সোফা পরিষ্কার করার সহজ উপায়

আমাদের নিয়মিত ব্যবহার্য জিনিসপত্রের মধ্যে সোফা অন্যতম। সোফা ঘরের শোভা বৃদ্ধি করে। তাছাড়া মেহমান এলেও প্রথমে সোফাতেই বসেন। যার ফলে সোফা খুব জলদিই নোংরা হয়ে যায়।। ফলে সোফা দেখতে খুবই বিচ্ছিরি দেখায়।  

 

নোংরা সোফা ব্যবহার করতে কারোই ভালো লাগে না। তাহলে উপায়? চিন্তার কিছু নেই। ঘরে বসে আপনি নিজেই সোফা পরিষ্কার করতে পারেন। শুধু দরকার সময়ের। চলুন জেনে নেয়া যাক এক্সপার্ট ছাড়া নিজেই কীভাবে সোফা পরিষ্কার করবেন-

ভ্যাকুয়াম ক্লিনিং

ঘরে যদি থাকে ভ্যাকুয়াম ক্লিনার তাহলে সোফা পরিষ্কার করা নিয়ে আর চিন্তা কিসের! দ্রুততম সময়ে ও সহজে সোফা পরিষ্কার করতে চাইলে ভ্যাকুয়াম ক্লিনিংয়ের বিকল্প নেই। সোফার উপরের কাপড় ও অন্যান্য টুকটাক জিনিসপত্র সরিয়ে ফেলে ভ্যাকুয়াম ক্লিনিং শুরু করে দিন। যদি সোফায় কোনো কিছুর দাগ পরে থাকে তাহলে ক্লিনিং শুরু করার আধা ঘন্টা আগে সোফায় বেকিং সোডা ছিটিয়ে রাখুন। এর আধা ঘন্টা পর ভ্যাকুয়াম ক্লিনিং করতে শুরু করুন। যেসব কুশনের কভার খুলে পরিষ্কার করা যায় না, সেগুলোও আপনি পরিষ্কার করে ফেলতে পারবেন ভ্যাকুয়াম ক্লিনিংয়ের মাধ্যমে। সেই সাথে যেসব ময়লা সাধারণত দেখা যায় না, সেসবও পরিষ্কার হয়ে যাবে।

ভ্যাকুয়াম ক্লিনার না থাকলে

প্রথমেই পরিষ্কার একটি কাপড় দিয়ে সোফার আলগা ময়লা ঝেড়ে ফেলুন এবং শুকনো কাপড় দিয়ে মুছে নিন। এরপর সোফার গায়ে লেগে থাকা শক্ত ময়লা, চুল, সুতো ইত্যাদি ব্রাশ দিয়ে ঘষে ঘষে তুলে ফেলুন। এখন একটি বালতি অথবা গামলায় পানি নিয়ে তাতে পর্যাপ্ত পরিমানে ডিশ ওয়াশিং লিকুইড এবং একটি লেবুর রস মিশিয়ে নিন। এবার এতে একটি পরিষ্কার নরম কাপড় ভিজিয়ে সেই কাপড় দিয়ে পুরো সোফা মুছে নিন। এবারে সোফা সেটটি শুকাতে দিন। ব্যাস।

ভিনেগার দিয়ে ময়লা ভ্যানিশ

ভিনেগার ও পানি মিশিয়ে নিন। এই মিশ্রণে কাপড় ভিজিয়ে সোফা সেট মুছে নিন। ক্লিনিং এজেন্ট হিসেবে ভিনেগারের জুড়ি নেই। এটি যে কোনো ধরনের দাগ দূর করতেও কাজ করে। ঘরে বসেই সোফা পরিষ্কার করতে চাইলে সমপরিমান ভিনেগার ও পানি মিশিয়ে নিন। এই মিশ্রণে কাপড় ভিজিয়ে সোফা সেট মুছে নিন। এরপর শুকোতে দিন। এতে সোফা পরিষ্কার হচ্ছে না মনে হলে ভিনেগার ও পানির মিশ্রণটির সাথে বেকিং সোডা মিশিয়ে নিন। মিশ্রণ দিয়ে সোফা মুছে ফেলার পর স্বাভাবিক পানিতে কাপড় ভিজিয়ে সোফাটি আবার মুছে নিন। একদম পরিষ্কার হয়ে গেলো আপনার সোফা সেটটি।

ডিটারজেন্টের কামাল

যেসব সোফার কুশন আলাদা করা যায় সেসবের কুশন অবশ্যই ডিটারজেন্ট দিয়ে নিয়মিত পরিষ্কার করুন। ঘরে আর কোনো ক্লিনিং এজেন্ট না থাকলে সোফা ক্লিন করতে আপনি ডিটারজেন্ট ব্যবহার করতে পারেন। হালকা গরম পানিতে ডিটারজেন্ট মিশিয়ে নিন। এবার ছোট তোয়ালে এই পানিতে ভিজিয়ে সোফা মুছে নিন। এরপর স্বাভাবিক পানি দিয়ে মুছে ফেলুন। ঝকঝকে হয়ে উঠবে আপনার সোফা।

টুথপেস্টের পারফেক্ট ক্লিনিং

সোফায় অনেক সময়ই দাগ লেগে যায়। চা বা কফির দাগ, কলমের কালি, তরকারির দাগ কিংবা ময়লার দাগও অনেক সময় বেশ স্থায়ী হয়ে বসে যায়। এসবের মধ্যে কিছু দাগ উঠে যায়, আবার কিছু দাগ উঠতে চায় না সহজে। এসব দাগ পরিষ্কার করার জন্য সহজ উপায় হচ্ছে টুথপেস্ট। দাগের উপরের অংশটা গরম পানিতে ভেজানো তোয়ালে দিয়ে মুছে তাতে খানিকটা টুথপেস্ট লাগিয়ে ব্রাশ দিয়ে আলতো করে ঘষতে থাকুন। দেখবেন দাগের কোনো চিহ্নও থাকবে না সোফার কোনো জায়গায়।

সোফা পরিষ্কার রাখার আরো কিছু টিপস

>> সপ্তাহে অন্তত একদিন সোফা সেট ঝেড়ে ফেলুন, শুকনো কাপড় দিয়ে মুছে নিন। এতে ধুলোবালি জমবে কম।

>> মাসে অন্তত তিন থেকে পাঁচবার ভেজা কাপড় দিয়ে পুরো সোফা সেটটি মুছে নিন এবং কুশন পরিষ্কার করুন।

>> চুল, সুতা বা এই জাতীয় ময়লা ব্রাশ বা রোলার দিয়ে পরিষ্কার করুন।

>> সোফা শুকাতে হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না, ফ্যানের বাতাসে শুকাতে দিন।

>> কভার খুলে কুশনগুলো রোদে দিন। কভার খোলা না গেলে কভারসহই রোদে দিন।

>> সোফায় কোনো কিছুর দাগ লাগলে সঙ্গে সঙ্গেই পরিষ্কার করে ফেলার চেষ্টা করুন। যত দেরি করবেন তত দাগ বসে যাবার সম্ভাবনা বেড়ে যাবে। সূএ:ডেইলি বাংলাদেশ

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com