চাহিদা না থাকায় করোনা ভাইরাসের অ্যাস্ট্রাজেনেকা টিকার উৎপাদন বন্ধ করেছে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আধার পুনাওয়ালা শুক্রবার এ কথা জানিয়েছেন। খবর এএফপির।
সেরাম ইনস্টিটিউট এ পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার স্থানীয় সংস্করণ কোভিশিল্ডের কমপক্ষে ১০০ কোটি ডোজ প্রস্তুত করেছে। প্রতিষ্ঠানটি বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য টিকা প্রদানে জাতিসংঘের কর্মসূচি কোভ্যাক্সের বড় সরবরাহকারী।
এক বছর আগে ১৪০ কোটি মানুষের দেশ ভারতে করোনা মহামারি ভয়ঙ্কর রূপ নিলে টিকা রপ্তানি বন্ধ করে দেয়া হয়। নভেম্বরে এসে আবার টিকা রপ্তানি শুরু হয়।
ডিসেম্বরে উৎপাদন বন্ধ করা হয়েছে জানিয়ে টাইমস নেটওয়ার্ক মিডিয়া গ্রুপের আয়োজনে অর্থনৈতিক ফোরামে সেরামের প্রধান নির্বাহী কর্মকর্তা আধার পুনাওয়ালা বলেন, ‘আমাদের কাছে ২০ কোটি ডোজ টিকা মজুদ আছে। যারা এই টিকা চান তাদেরকে বিনামূল্যে ডোনেশন হিসেবে দেয়ারও প্রস্তাব করেছি।
উল্লেখ্য, কোভিশিল্ড উৎপাদনের তারিখ থেকে ৯ মাস পর্যন্ত তা ব্যবহারের অনুমোদন রয়েছে।