পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত হয়ে নয়, বরং সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতেই নিউমার্কেটের সহিংসতার ঘটনায় বিএনপি নেতাদের আসামি করা হয়েছে। ইতোমধ্যে কয়েকজনকে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।’
শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বেনজীর আহমেদ বলেন, ‘ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে।এখানে লুকানোর কোনো কিছু নেই, ধৈর্য ধরুন। তদন্তেই সব বেরিয়ে আসবে। কেননা প্রাণহানি, আইনের লঙঘনসহ যেসব বিষয়ে ঘটেছে তার সব ধরনের ব্যবস্থা নেওয়া দরকার। আমরা তাই নিবো, রাজনৈতিক বিবেচনায় নেওয়ারও সুযোগ নেই।
সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১২ টার দিকে নিউ মার্কেটে ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়। পরদিন মঙ্গলবার দিনভর দফায় দফায় সংঘর্ষ চলে। ওই ঘটনায় গুরুতর আহত নাহিদ ও মোরসালিন নামের দুই যুবক পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাযন। সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে মোট তিনটি মামলা দায়ের করে।
সরকারি কাজে বাধা, পুলিশের উপর হামলা, ইটপাটকেল নিক্ষেপ জখম ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় নিউমার্কেট থানায় বিএনপির সাবেক সভাপতি মকবুল হোসেনকে ১ নম্বর আসামি করা হয়। এ মামলায় আরো ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে বিএনপি নেতা অ্যাডভোকেট মকবুল হোসেনকে শুক্রবার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।