ছবি সংগৃহীত
ছাত্র-জনতার উপর গুলি ও গণহত্যার দায়ে শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবীতে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে বিএনপি কার্যালয়ে অবস্থান কর্মসুচী শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার স্টেশন শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করে।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সম্পাদক যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, ছাত্রদলের সভাপতি জোনায়েদ আহমেদ সবুজ ও সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ প্রমুখ।
অবস্থান কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওর্য়াড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীর উপস্থিত ছিলেন। এসময় বক্তারা ছাত্র-জনতা শেখ হাসিনাসহ সকলকে গ্রেফতারপূর্বক শাস্তির দাবি জানান। সূএ: বাংলাদেশ প্রতিদিন