নিউজ ডেস্ক: পিকনিকের বাসের পিছনের সিটে বসে সিগারেট খাচ্ছিলেন কয়েক বন্ধু। একপর্যায় হাতের সিগারেটের আগুন গিয়ে পড়ে সাউন্ড বক্সের ব্যাটারির ওপর। তাৎক্ষণিক আগুন ধরে যায়। আগুন ছড়িয়ে পড়ে পুরো বাসে। এ সময় বাসে থাকা সকল শিক্ষার্থী দৌড়ে নেমে পড়েন। সকলেই সুস্থ্য রয়েছেন। আরটিভি নিউজ
খবর পেয়ে নাটোরের গুরুদাসপুর দমকল কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার রাত সোয়া আটটায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার তরমুজ তেল পাম্পের সামনে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এই ঘটনা ঘটে।
দমকল স্টেশন কর্মকর্তা শহিদুল ইসলাম জানিয়েছেন, গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে রাজু ক্যাডেট একাডেমি নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্ধশতাধিক শিক্ষার্থী নিয়ে বিসমিল্লাহ পরিবহনের তিনটি বাস রিজার্ভ করে নাটোরের লালপুরে গ্রিনভ্যালি পার্কে পিকনিকে আসেন। ফেরার পথে তরমুজ পাম্প এলাকায় আগুন লেগে যায়। দ্রুত চালক বাসটি সড়ক থেকে পাম্পে প্রবেশ করালে সকল যাত্রীরা নিরাপদে নেমে যায়। পরে খবর পেয়ে দমকল বাহিনী এসে আগুন নেভায়।
বাসে থাকা ছাত্ররা জানিয়েছেন, পেছনে বন্ধুরা সিগারেট খেতে গিয়ে অসাবধানতার কারণে ব্যাটারির ওপর আগুন ফেললে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সবাই নিরাপদে নামতে পেরেছি।
সাউন্ড সিস্টেম অপারেটর আতিকুর রহমান তুহিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছেন।