নাটোরের সিংড়ায় গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে উপজেলার নতুনপাড়া এলাকা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে এক কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটকরা হলেন—উপজেলার ঠাকুরবাড়ীয়া সুইচগেট এলাকার মৃত হাসান শেখের ছেলে নুর মোহাম্মদ শেখ (২৯) এবং উপজেলার নীল চড়া পুর্বপাড়া এলাকার মৃত কোরবান আলীর ছেলে শহিদুল ইসলাম শেখ (৫৭)।
র্যাবের ক্যাম্প কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার নতুন পাড়া এলাকায় র্যাবের একটি বিশেষ অপারেশন দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় গাঁজা সংরক্ষণ এবং বিক্রি করার সময় নুর মোহাম্মদ শেখ ও শহিদুল ইসলাম শেখকে আটক করা হয়। তাদের কাছ থেকে এক কেজি ৯০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে ওই গাঁজা বিক্রির জন্য রেখেছিলেন বলে তিনি জানান।
র্যাব কর্মকতা আরও জানান, পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিংড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তারা দুইজন দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার করে আসছিল।