নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনাঘাটে অবস্থিত শান ফেব্রিক্স নামে একটি সুতার কারখানায় ভয়াবহ আগুন সাড়ে চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। এ ছাড়া সদর দপ্তার থেকে ঘটনা স্থলে যাচ্ছে আরও একটি ইউনিট।
বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার বিষয়টি ঢাকাটাইমসকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফায়ার সার্ভিস ৪টা ২৮ মিনিটে আগুন লাগার সংবাদ পায়। পরে ৪টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের একটি আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপরে আরও ছয়টি ইউনিট তাদের সঙ্গে যোগ দেন। আগুন নিয়ন্ত্রণে না আসায় পরে আরও তিনটি ইউনিট কাজ শুরু করে। তবে এখন পর্যন্ত ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।
তিনি আরও জানান, একতলা বিশিষ্ট বড় কারখানাটিতে তুলা থেকে সুতা উৎপাদন করা হয়। আগুন তুলার একটি গোডাউনে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করেছে।
আগুন লাগার কারণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও জানান এ কর্মকর্তা।