সাতক্ষীরার তৈলুইগাছা সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ২৭ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে। আজ বেলা ১২টার সময় সাতক্ষীরা সদর উপজেলার তৈলুইগাছা সীমান্তের কাকডাঙ্গা এলাকা থেকে ওই সোনার বার উদ্ধার করে বিজিবি। এসময় চোরাকারবারী তার ব্যবহৃত বাইসাইকেল ও একটি মোবাইল সেট ফেলে রেখে পালিয়ে যায়।
সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটেলিয়ান সদর দফতরের অধিনায়ক লে. কর্ণেল মুস্তাফিজুর রহমান জানান, বাইসাইকেলযোগে একজন চোরকারবারী বেশ কিছু স্বর্ণের বার নিয়ে তৈলুইগাছা সীমান্ত দিয়ে ভারতে নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তৈলুইগাছা বিজিবি ক্যাম্পের জোয়ানরা অভিযান চালায়। বেলা ১২টার দিকে তৈলুইগাছা সীমান্তের কামারবাসা এলাকায় পৌঁছালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী তার ব্যবহৃত বাইসেইকেল ও মোবাইল সেট ফেলে রেখে পালিয়ে যায়। এসময় বিজিবির জোয়ানারা সাইকেলে রাখা একটি ব্যাগ থেকে ২৭ পিস স্বর্ণের বার উদ্ধার করে। যার ওজন ২ কেজি ৭শ’ গ্রাম।