চার দিনের মধ্যপ্রাচ্য সফরের তৃতীয় দিনে সৌদি যুবরাজ সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
শুক্রবার জো বাইডেন লোহিত সাগরের বন্দর নগরী জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পর এটি হচ্ছে বাইডেনের প্রথম মধ্যপ্রাচ্য সফর।
মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ইসরাইল সফর শেষে শুক্রবার ফিলিস্তিনে যান। সেখানে তিনি ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে অধিকৃত পশ্চিম তীরে বৈঠক করেন। এরপর তিনি সৌদি আরব যান।
জেদ্দায় এসে বাইডেন প্রথমে সৌদি বাদশাহ সালমানের সাথে দেখা করেন। পরে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং অন্যান্য সিনিয়র সৌদি কর্মকর্তাদের পাশাপাশি রাষ্ট্রপতির শীর্ষ উপদেষ্টাদের সাথে বৈঠক করেন।
বৈঠকের আগে জেদ্দার আল-সালাম প্রাসাদে বাইডেনকে স্বাগত জানান ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
ওয়াশিংটনে ফেরার আগে বাইডেন উপসাগরীয় সহযোগিতা পরিষদ সদস্য দেশ— বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের নেতৃবৃন্দের শনিবারের সমাবেশে অংশ নেবেন। মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশ মিশর, ইরাক ও জর্ডানের নেতারাও এতে যোগ দেবেন।- বিবিসি, আরব নিউজ।