ছবি: পিআইডি
২ লাখ ২৭ হাজার ৫৬৬ কোটি ৯ লাখ টাকার সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)।
আজ (১ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এনইসি সভায় সংশোধিত এই এডিপির অনুমোদন দেওয়া হয়। সভা শেষে এক ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।
সংশোধিত এডিপিতে আকার কমছে সাড়ে ১৮ হাজার কোটি টাকা। ফলে চলতি ২০২২-২৩ অর্থবছরে এডিপির আকার কমে দাঁড়িয়েছে ২ লাখ ২৭ হাজার ৫৬৬ কোটি ৯ লাখ টাকায়। এরমধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে অর্থায়ন ১ লাখ ৫৩ হাজার ৬৬ কোটি ৯ লাখ টাকা এবং বৈদেশিক উৎস থেকে অর্থায়ন ৭৪ হাজার ৫০০ কোটি টাকা।
জানা গেছে, মূল এডিপি থেকে সংশোধিত এডিপিতে শুধু বৈদেশিক উৎসে ১৮ হাজার ৫০০ কোটি টাকা হ্রাস পেয়েছে। এছাড়া অন্যান্য উৎসের অর্থায়ন অপরিবর্তিত রয়েছে। পাশাপাশি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা করপোরেশনের ৮ হাজার ৯৯৪ কোটি ৫৮ লাখ টাকার এডিপির আকার অপরিবর্তিত রয়েছে। যারমধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে অর্থায়ন ৮ হাজার ৭৮ কোটি ৮ লাখ টাকা এবং বৈদেশিক উৎস থেকে অর্থায়ন ৯১৬ কোটি ৫০ লাখ টাকা। আর স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা করপোরেশনের প্রকল্পের বরাদ্দসহ এডিপির সর্বমোট আকার দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ৫৬০ কোটি ৬৭ লাখ টাকা।
২০২২-২০২৩ অর্থবছরে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় প্রকল্প সংখ্যা ১ হাজার ৫২৫টি। এরমধ্যে বিনিয়োগ প্রকল্প ১৪১০টি কারিগরি সহায়তা প্রকল্প ১১৫টি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান/করপোরেশনের নিজস্ব অর্থায়নে ১০২টি প্রকল্পসহ সংশোধিত এডিপির সর্বমোট প্রকল্প দাঁড়াবে ১ হাজার ৬২৭টি।
সূএ : ঢাকা মেইল ডটকম