বিএনপিকে উদ্দেশ্য করে মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আওয়ামী লীগ দেশ চালাবে না ভালো কথা, তাহলে কে চালাবে? বিএনপি চালাবে? আপনারা কী ভোটে পাস করেছেন? সংবিধানের কোন নিয়মানুসারে ক্ষমতায় আসবেন।
আজ বিকেলে গাজীপুর মহানগর যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
১০ ডিসেম্বরের পরে তৃতীয় কোনো শক্তিকে ক্ষমতায় দেখতে চান কি না, তা বিএনপি নেতাদের পরিষ্কার করতে বলেন আ ক ম মোজাম্মেল হক।
সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, বিএনপি দেশকে আবারো ব্যর্থ রাষ্ট্র বানাতে চাচ্ছে। তাদের সময় দেশ পাঁচবার দুর্নীতেতে চ্যাম্পিয়ন হয়েছিল। তারা যেভাবে ব্যর্থ হয়েছিল, তেমনি তারা আজও দেশকে ব্যর্থ বানানোর চেষ্টা করছে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, যুব ও মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমা আক্তার, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড. আজমত উল্লা খান, সহ-সভাপতি গাজীপুর সিটি কর্পোরেশনের (ভারপ্রাপ্ত) মেয়র আসাদুর রহমান কিরণ, সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল, আওয়ামী যুব ও মহিলা লীগের কেন্দ্রীয় সহ সভাপতি জাকিয়া পারভীন মনি এমপি, সাংগঠনিক সম্পাদক ফারজানা ইয়াসমিন বিপ্লবীসহ যুব মহিলা লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সম্মেলনে কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমা আক্তার গাজীপুর মহানগর আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি হিসেবে অ্যাডভোকেট আয়শা আক্তার, সহ সভাপদি অ্যাডভোকেট সেলিনা আক্তার ও সাধারণ সম্পাদক আনোয়ারা সরকার আনুর নাম ঘোষণা করেন।