অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কা। দেশটির ক্ষমতাসীন প্রেসিডেন্টের নেতৃত্বাধীন জোট সরকারে ভাঙন ধরেছে। জোট থেকে বেরিয়ে যাচ্ছেন সংসদ সদস্যরা। এসব কিছুর প্রভাব পড়েছে দেশটির ক্রিকেটেও। এদিকে, ৮ মে বাংলাদেশে আসার কথা লঙ্কানদের। এ ব্যাপারে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানালেন, শ্রীলঙ্কা ক্রিকেট যথাসময়েই দল পাঠাবে।
নিজামউদ্দিন বললেন, ‘বোঝাপড়ার মাধ্যমে সময়গুলো নির্ধারণ করা হয়েছে। তারা এখন পর্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ। নির্ধারিত সূচি অনুযায়ীই তারা বাংলাদেশ সফর করবে। সে অনুযায়ীই আমাদের পরিকল্পনা এগোচ্ছে। আমি মনে করি শ্রীলঙ্কা ক্রিকেট সময়েই দল পাঠাবে।
দুই দলের এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যেখানে সিরিজের প্রথম ম্যাচ আগামী ১৫ মে চট্টগ্রাম আর দ্বিতীয় ও শেষ টেস্ট ২৩ মে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা আছে।