নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি এ কে এম শামীম ওসমান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণে যে বাঙালি জাতিকে কেউ দাবায়ে রাখতে পারবা না বলেছিলেন সেই কথা আজ সত্য হয়েছে। বাঙালিরে কেউ দাবায়ে রাখতে পারেনি, আমরা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাত ধরে আমরা নিজের পায়ে দাঁড়িয়েছি। শেখ হাসিনা এখন শুধু আওয়ামী লীগ নয়, দেশের সম্পদ, আপনাদের সম্পদ।
শনিবার পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে নারায়ণগঞ্জের সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, সামনে ষড়যন্ত্র আছে, সবাই প্রস্তুত থাকুন, এক থাকুন। অনেকে আজ গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলেন। যেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এলেন সেদিন যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে হত্যা করা হয়েছে সেখানে তাকে যেতে দেওয়া হয়নি। ১৬ জুন আমাদের ওপর বোমা হামলা হয়েছিল। নারায়ণগঞ্জের পবিত্র মাটিতে স্বাধীনতাবিরোধীদের প্রবেশ নিষেধ করায় আমাকে দেখে নেয়া হবে বলা হয়েছিল।
তিনি আরো বলেন, আমার ওপর বোমা হামলা হলো। হামলার পর আহত অবস্থায় একটা কথাই বলেছিলাম শেখ হাসিনাকে বাঁচান।