উত্তম চক্রবর্তী,মণিরামপুর।। বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও যশোর-৫ (মণিরামপুর) সংসদীয় আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আরও বলেন, বাংলাদেশ অন্য কারো নেতৃত্বে পরিচালিত হলে দেশ পিছিয়ে যাবে, অস্থিতিশীল হয়ে পড়বে। তাই মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালিত করার জন্য, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে পরিণত হবে। শুক্রবার বিকালে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে বাংলাদেশ আওয়ামী লীগ আঞ্চলিক কার্যালয় শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উদ্বোধন অনুষ্ঠানে ঝাঁপা ইউনিয়ন আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ আকবর হোসেনের সভাপতিত্বে ও তরুণ আওয়ামী লীগ নেতা প্রভাষক মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ কাজী মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, জেলা পরিষদের সদস্য গৌতম চক্রবর্তী। এসময় অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, জেলা পরিষদের সদস্য তাসরিন সুলতানা শোভা, তরুণ আওয়ামী লীগ নেতা এডভোকেট বশির আহমেদ খান, রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফ, মশ্বিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার, খেদাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম জিন্নাহ, হরিহরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম, হরিহরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাষ্টার রিপন কুমার ধর, সিনিয়র আওয়ামী লীগ নেতা সরদার আলাউদ্দিন, চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি এম.এম ইমরান খান পান্না, ঝাঁপা ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল রানা, তরুণ আওয়ামী লীগ নেতা চাকলাদার শরিফুল ইসলাম, রোহিতা ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রভাষক আলাউদ্দিন হোসেন লিটন, আওয়ামী লীগ নেতা মোঃ আবুল হোসেন, মশ্বিমনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি দীপঙ্কর হালদার দিপু, শয়লালাট মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মনিরুজ্জামান মনি, মেম্বার জিএম মশিউর রহমান, চালুয়াহাটি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রাজু আহম্মদ ও বীর মুক্তিযোদ্ধা সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শুরুতেই প্রধান অতিথি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যকে ফুল দিয়ে বরণ করে নেয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।