নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা থেকে রিয়াজ বাহিনীর মূল হোতা রিয়াজুল ইসলাম ওরফে শুটার রিয়াজ ও তার চার সহযোগীকে আটক করেছে র্যাব।
বুধবার আটক হওয়া ব্যক্তিদের কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন, গুলি, দেশি অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয় বলে র্যাব জানিয়েছে। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান এসব তথ্য জানান।
বৃহস্পতিবার সকাল ১০টায় এ ব্যাপারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানোর কথা রয়েছে।