গুলিতে নিহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের অন্ত্যেষ্টিক্রিয়া হবে আজ। এর আগে সোমবার সন্ধ্যায় টোকিওতে তার জন্য এক সান্ধ্যকালীন প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী প্রচারণার এক আয়োজনে ভাষণ দেয়ার সময়, পশ্চিমাঞ্চলের নারা শহরে শুক্রবার তাকে গুলি করে হত্যা করা হয়।
পূর্ব জাপানের কান্টো অঞ্চলে জোডো-শু চিনজেই সম্প্রদায়ের বৌদ্ধ ধর্মের উপাসনার প্রধান কেন্দ্র টোকিওর জোজো-জি মন্দিরে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের
সরকার নিশ্চিত করেছে যে, অন্ত্যেষ্টিক্রিয়ায় শুধু পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবে। তবে মন্দিরে আলাদাভাবে সর্বসাধারণ শ্রদ্ধা জানাতে পারবেন। এছাড়া আবের রাজনৈতিক সহকর্মী এবং ব্যবসা ও কূটনীতিকদের জন্য শ্রদ্ধা জানানোর আলাদা ব্যবস্থা থাকবে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আবের প্রতি শ্রদ্ধা জানাতে সোমবার টোকিওতে পৌঁছেছেন। ব্লিঙ্কেন আবের হত্যায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। তাকে তিনি ‘দর্শনসম্পন্ন মানুষ’ হিসাবে বর্ণনা করেছেন।
ওয়াশিংটন টাইমস জানিয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবের পরিবারের টোকিওতে তার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদানের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করেছেন। ট্রাম্প বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসবাস করেন। তবে তাকে অনুমতি দেয়া হয়েছে কি না বা ট্রাম্প সেখানে যোগ দেবেন কি না সে বিষয়ে কিছু জানা যায়নি।
শুক্রবার আবেকে গুলি করার পর ট্রাম্প বলেছিলেন যে তার মৃত্যু ‘বিশ্বের জন্য খারাপ খবর’ এবং ইঙ্গিত দিয়েছেন যে তিনি ইতিমধ্যেই টোকিওতে পৌঁছানোর পরিকল্পনা করছেন।
আবের হত্যাকাণ্ড জাপানকে স্তব্ধ করে দিয়েছে। দেশটিতে বন্দুক সংশ্লিষ্ট সহিংসতা অত্যন্ত বিরল। ৪১ বছর বয়সী তেতসুয়া ইয়ামাগুচি হত্যাকাণ্ডের সন্দেহভাজন আততায়ী। তিনি, জাপানের প্রতিরক্ষা বাহিনীর এক সাবেক সদস্য।
পুলিশ জানিয়েছে, ইয়ামাগুচির ধারণা ছিল যে, আবে একটি ধর্মীয় গোষ্ঠীর সাথে সম্পর্কিত। ইয়ামাগুচি, তার মায়ের আর্থিকভাবে ধংস হয়ে যাওয়ার জন্য, গোষ্ঠিটিকে দায়ী বলে মনে করেন।
দক্ষিণ কোরিয়ার ইউনিফিকেশন গির্জা সোমবার জানায় যে, ইয়ামাগুচির মা সংগঠনের সদস্য ছিলেন। তবে, তার কাছ থেকে বড় অঙ্কের অর্থ গ্রহণের দাবিটি অস্বীকার করেছে তারা।
সন্দেহভাজন আততায়ী বা আবে, কেউই ওই গির্জার সদস্য ছিলেন না। তবে, আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, ইয়ামাগুচি বিশ্বাস করতেন যে, আবে ওই গির্জার একজন সদস্য। আবে বিগত বছরগুলোতে ওই গির্জার শান্তি প্রচারের প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়েছিলেন।