সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় শনিবার (৬ আগস্ট) ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। আজ বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, উন্নয়নমূলক কাজ ও গাছপালা কাটার জন্য শনিবার ১১ কেভি বালুচর ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। ফলে বালুচর পয়েন্ট, নতুন বাজার, সোনার বাংলা, আল ইসলাহ আবাসিক এলাকা, দলদলি চা বাগান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ এলাকায় বিদ্যুৎ পাওয়া যাবে না।
তিনি আরো জানান, সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।