কাজের ক্ষেত্রে নিশ্চয়ই ল্যাপটপে বা ডেস্কটপে হোয়াটসঅ্যাপ লগ ইন করে রাখেন? আবার প্রায়ই এমন হয় লগ আউট করতো ভুলে যান। ফলে বেশ অনেক সময় লগ ইন হয়ে থাকে আপনার হোয়াটসঅ্যাপটি। আপনি নিশ্চয়ই চান না যে, কেউ আপনার ব্যক্তিগত মেসেজগুলো দেখুক।
তেমনটা চাইলে আপনাকে হোয়াটসঅ্যাপের একটি সেটিংস পরিবর্তন করতে হবে। অথবা আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে এক্সটেনশনটি ইনস্টল করতে হবে। এরপর আপনি যখনই ল্যাপটপ বা ডেস্কটপে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন, তখন সব মেসেজগুলি ঝাপসা হয়ে যাবে। যাতে অন্য কেউ আপনার হোয়াটসঅ্যাপ অ্যাক্সেস করতে না পারে। তারপর আপনি যখন একটি মেসেজের কার্সারটি সরাবেন, আপনি সেই মেসেজটি দেখতে পাবেন।
প্রথমে আপনাকে গুগল ক্রোমে WhatsApp ওয়েবে গিয়ে Privacy Extension খুঁজতে হবে। এরপর Add to chrome অপশন আসবে। তারপর একটি পপআপ মেসেজ খুলবে। এরপর Add extension এ ক্লিক করুন। এবার turn to syn-এ ক্লিক করুন। এইভাবে আপনি Chrome এ এক্সটেনশন ইনস্টল করতে সক্ষম হবেন। আর আপনি চাইলে আপনার সুবিধামত সেটিকে সরিয়েও ফেলতে পারবেন।
ইন্টারনেট অসংখ্য উপায়ে জীবনকে সহজ করেছে। ওয়েব ব্রাউজার ইন্টারনেট ব্যবহারে নতুন গতি দিয়েছে। ওয়েব ব্রাউজার সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষের কাছে ইন্টারনেট অ্যাক্সেসযোগ্য করে তুলেছে।