আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডের জয়ের আত্মবিশ্বাসকে পুঁজি করে শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচের শুরু থেকেই জ্বলে উঠেছে স্বাগতিকরা। লিটন দাসের অনবদ্য সেঞ্চুরিতে আগে ব্যাট করে স্কোর বোর্ডে ৩০৬ রানের পাহাড়সম পুঁজি পেয়ছে টাইগাররা।
দৃষ্টিনন্দন ব্যাটিংয়ে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নিয়েছেন এ ডানহাতি ওপেনার। লিটনের ১৩৬ রানের সঙ্গে মুশফিকের ৮৬ রানের ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৩০৬ রান।
দলকে বিশাল সংগ্রহ এনে দেওয়ার পথে তৃতীয় উইকেটে ২০২ রানের জুটি গড়েছেন মুশফিক ও লিটন। যা তৃতীয় উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি রেকর্ড। এছাড়া সবমিলিয়ে যেকোনো উইকেটে পঞ্চম সর্বোচ্চ রানের জুটি এটি। এ নিয়েই পঞ্চমবারই কোনো উইকেটে ২০০ রানের জুটি দেখলো বাংলাদেশ।
সবশেষ পাঁচ ইনিংসের মধ্যে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেওয়া লিটন খেলেছেন ১২৬ বলে ১৩৬ রানের ইনিংস। যেখানে ছিল ১৬ চার ও দুইটি বিশাল ছয়ের মার। অন্যদিকে ক্যারিয়ারের ৪১তম ফিফটি করা মুশফিকের ব্যাট থেকে এসেছে ৯ চারের মারে ৯৩ বলে ৮৬ রান।