নাটোরের লালপুরে ছেলে আব্দুল হাকিমকে (৪৫) হত্যার ঘটনায় অভিযুক্ত বাবা আজিজুর রহমান খলিফাকে (৬৫) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার পূর্বপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
অভিযুক্ত আজিজুর রহমান খলিফা (৬৫) উপজেলার একই এলাকার মৃত খাদেম মন্ডলের ছেলে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি মনোয়ারুজ্জমান জানান, বৃহস্পতিবার বিকাল সোয়া ৩টার দিকে জমি লিজ নিয়ে বাবা আজিজুর রহমান খলিফার সঙ্গে বড় ছেলে আব্দুল হাকিমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাবা গলায় হাসুয়া দিয়ে কোপ দেয়। এতে ছেলে আব্দুল হাকিম মাটিতে লুটিয়ে পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনার পর পুলিশ চার ঘন্টার মধ্য অভিযান চালিয়ে অভিযুক্ত আজিজুর রহমান খলিফাকে আটক করেছে।
তিনি আরও বলেন, আটকের পর অভিযুক্তকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।