লক্ষ্মীপুরে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সাইফুল ইসলাম অপু নামে এক তরুণকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ২টি বিদেশী পিস্তল, ১টি দেশীয় বন্দুক ও কয়েক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
বুধবার বিকেলে অস্ত্র আইনে মামলা দায়ের করে সদর থানায় তাকে হস্তান্তর করেছে কোস্টগার্ড।
এর আগে তাকে কমলনগর উপজেলার মতিরহাট এলাকা থেকে আটক করা হয়। অপু অবৈধ অস্ত্র ব্যবসায়ী ও নোয়াখালী জেলার সোনাইমুড়ি গ্রামের বাসিন্দা তাজুল ইসলামের ছেলে।
কোস্ট গার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন আব্দুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ অপুকে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।