রাশিয়ার সামরিক অভিযানে ইউক্রেনে ১৩ শিশুসহ ১৩৬ সাধারণ মানুষ নিহত এবং ৪০০ জন আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার অফিস।
মঙ্গলবার (১ মার্চ) জাতিসংঘ মানবাধিকার অফিসের মুখপাত্র লিজ থ্রোসেল বলেন ডোনেটস্ক এবং লুগাস্ক শহরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, রাশিয়ার হামলায় এক ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ইউক্রেন সরকার জানায়, রাশিয়ার হামলায় খারকিভে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।
সোমবার ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা আন্তন হেরাশচেঙ্কো তার ফেসবুকে লিখেছেন, মস্কো বাহিনী গ্রেড মিসাইলসহ আবাসিক এলাকায় বোমাবর্ষণ করেছে। এতে অনেকে নিহত এবং শতাধিক ব্যক্তি আহত হয়েছে।
আগের দিন সোমবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানায়, ইউক্রেন থেকে পালিয়ে প্রতিবেশী দেশগুলোতে পাঁচ লাখের বেশি মানুষ আশ্রয় নিয়েছে।
এক টুইটে সংস্থাটি জানিয়েছে, পালিয়ে যাওয়া এসব মানুষদের প্রয়োজনমত সাহায্য-সহযোগিতা করার জন্য স্থানীয় কর্তৃপক্ষ এবং অংশীদারদের সঙ্গে মিলে কাজ করে যাচ্ছে ইউএনএইচসিআর।
সিএনএন জানায়, এর আগে একটি টুইটে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন, প্রতিবেশী দেশগুলোকে জরুরি ভিত্তিতে এই দায়িত্ব বাস্তবিকভাবে ভাগাভাগি করে নিতে হবে।
জাতিসংঘের মানবাধিকার প্রধান মিশেল ব্যাচেলট সোমবার জানান এ পর্যন্ত ১০২ ইউক্রেনীয় নিহত হয়েছে, আহত হয়েছে কমপক্ষে ৩০৪ জন।
বৃহস্পতিবার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে জল, স্থল ও আকাশপথে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেন রুশ সৈন্যরা।