রাজশাহীতে বিশেষ অভিযানে ২ হাজার ৮৫০ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৬শ’ ইয়াবা ও ছয় বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার রাত সাড়ে ১১টায় কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকসহ মো. রুবেলকে (৩০) গ্রেফতার করা হয়। তিনি কাশিয়াডাঙ্গা থানার হারিপুর এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে।
সোমবার সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েল।
তিনি জানান, গত রোববার রাতে কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় মহানগর ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মশিয়ার রহমান ও তার সঙ্গীয় ফোর্স ডিউটি করছিলেন। ওই সময় খবর আসে- গুড়িপাড়া চালনা সাকো (রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ পুরাতন রোড) নামক স্থানে মো. রুবেল (৩১) নামে এক মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদক পাচারের জন্য অবস্থান করছেন। খবর পেয়ে ওই স্থানে অভিযান চালিয়ে রুবেলের কাছে থাকা দুটি শপিং ব্যাগ থেকে উল্লেখিত মাদক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের মূল্য আনুমানিক ৭ লাখ টাকা।
অভিযুক্ত রুবেল এসব মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে শহরের দিকে নিয়ে যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন।
ডিবি পুলিশের এ কর্মকর্তা আরো জানান, তার বিরুদ্ধে মাদক আইনে কাশিয়াডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।