রাজধানীর হাতিরঝিলে একটি ব্যক্তিগত গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে রাস্তার ওপরে চলন্ত গাড়িতে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শাহজাহান বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌঁছে ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।